bad and bad culture
by Software Engineer
S3LIS3 Digital Platforms
Negative
S3lis3 এ সব ইউনিট একই অবস্থা Politics আর politics এন্ড এই খানে promotion হয় ইউনিট হেডকে কে কত তেল মারতে পারে এটার উপর। G******X নামে একতা ইউনিট আসে এই ইউনিট ইউনিট হেড R**** ওনার মত জঘন্য মানুষ একতা ও নাই। উনি Developerder সাথে এতো জঘন্য আচরণ করে বলার মত না। ওনার ইউনিট এ আপনি যত ভালো Perfomance করেন না কেন আপনি তেল না মারলে আপনি জীবনে ও Promotion পাবেন না। যত বেশী তেল মারবেন তত Promotion পাবেন। তেল মারতে পারলে আপনি উনার ইউনিট এ ১ বছর Experiecne এ আপনি Associate Software Engineer থেকে Senior Software Engineer হয়ে যেতে পারবেন। উনি Z*** কে ১ বছর ২ মাস Experiecne এ Associate Software Engineer থেকে Senior Software Engineer বানায় দিসে। অ্যান্ড উনি ২/৩ বছর Experiecne এ বাইরে থেকে Staff Software Engineer Hire করে কিন্তু উনার ইউনিট এমন মানুষ ও ছিল যে কিনা ৫ বছর উনার ইউনিট এ কুত্তার মতো কাজ করে ও ওই Developer কে কোন Promotion দেয় নাই কারণ উনি তেল মারতেন না বলে। উনি মানুষকে কোন কারণ ছালাই Terminate করে। মানুষ এর career পুরা নষ্ট করে দেয়