খাবারের ফাকে ফাকে কাজ....
by Engineer
Craf7sm3n
Positive
টাইটেল দেখলে মজার ছলনা মনে হতে পারে কিন্তু এটাই বাস্তব। কিছু খাবারের উদাহরণ দিয়ে রিভিউ শুরু করব।
সকালে বাটার বান+ পাউরুটি + জেলি + শুক্রবারের স্পেশাল সিংগাড়া।
কেউ নতুন জয়েন করলেই দুপুরের আয়োজনে পুরো অফিস মাটন কাচ্চির সুভাসে ভরপুর হয়ে থাকে। সাথে থাকে কাবাব আর তৃপ্তি মিটানো শরবত।
প্রতি সপ্তাহে একদিন গরু, শুক্রবারে পোলাও রোস্ট, অন্যান্য দিন মুরগি, মাছ আর সাথে শাক সবজি তো আছেই। সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে অফিস ম্যানেজমেন্ট প্রতিনিয়ত এইদিকে খেয়াল রাখে কিভাবে আরো ভিন্ন কি করা যায়। এসব দায়িত্বে কোনো Admin ডিপার্টমেন্ট নাই। কয়েকজন এম্পলয়ি রাই দায়িত্ব নিয়ে এসব প্লানিং করে।
দুপুরের খাবার নিচে না নামতেই বিকাল ৫ টা থেকে শুরু আবার নাস্তা। বার্গার, চিকেন ফ্রাই, চিকেন ললিপপ, চাওমিন, ফালুদা, কাস্টার্ড, চিকেন বন, মমো, চিকেন চাপ+নান, ওন্থন সাথে থাই স্যুপ আরো কত কি মনে পড়তেসে না।
আর এসব খাবার সব অফিসেই রান্না হয়। যার জন্য আছে ৩ জন বিনয়ী ভাই। যাদের হাতের রান্নার প্রশংসা করতেই হয়!!!
আনলিমিটেড চা, কফি, বিস্কুট এর কথা বাদই দিলাম।
____________________________________
Pros:
কলিগ রা সবাই আন্তরিক আর হেল্পফুল। হোম অফিস করার সুবিধা। বাৎসরিক দেশের বাহিরে টিম বিল্ডিং ইভেন্ট। ফ্লেক্সিবল কাজের সময়। রেফারেল বোনাস, বিয়ের বোনাস + বাচ্চা হলে সাথে সাথে বেতন বাড়ে 😉। মাসের ২৫ তারিখেই বেতন, SCB কার্ডের মাধ্যমে যেকোনো ATM থেকে ফ্রি উইথড্র, OT এলাউন্স, লিভ এনক্যাশমেন্ট, এনুয়াল স্যালারি রিভিউ, লেটেস্ট স্ট্যাক নিয়ে কাজ করার সুযোগ।
Cons:
এনুয়াল রিভিউ পলিসি ৭-১০%