হুদাই একটা কোম্পানি খুলসে আরকি

by Software Engineer

SIXam Tech

Negative

এরকম ফালতু কোম্পানি কিভাবে যে টিকে আছে এটাই বুঝিনা। এরা বলবে ছুটি দুইদিন। কিন্তু আসলে না। পারলে সপ্তাহে সাত দিনই কাজ করাবে আপনারে দিয়া। লাগে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করেনাই কামলা নিছে। আর বরাবরই সিইও এন্ড সিটও মেয়ে ডেভেলপার না নেয়ার পক্ষে। তারা ভাবে মেয়ে ডেভেলপার নিলে দুইদিন পরে বিয়ে করে বাচ্চা নিয়ে যাবে গা। ইন ফ্যাক্ট আমার একজন ফিমেল কলিগকে চাকরিতে নিলো এজন্যই যে সে married।  ইন্টারভিউতেও প্রশ্ন করে জানতে চায় if you are married or not। এরা প্রোমোট করে আপনি যেন বিয়া না করেন বাচ্চা না নেন। uncultured অসভ্য। hr খুবই unprofessional। আল্লাহর নাম কোম্পানি চালাইতেসে এমন একটা ভাব। ওয়ার্ক এনভায়রনমেন্ট বলতে এখানে কিছুই নাই। কাজ শেখার কোনো সুযোগ নাই। তেলবাজি করতে পারলে আপনার দাম আছে নাইলে আপনারে কেউ গুনবেও না এই টাইপ। ফ্রেশারদের জন্য এখানে না আসাই উত্তম। স্যালারি অন টাইম না 

Comments