বাংলাদেশের সেরা Global কোম্পানি

by Ex-Employee

Bg!T

Mixed

BJIT বাংলাদেশের সেরা Global কোম্পানি

ভাই গুল মারার আর জায়গা পান না! গ্লোবালের গ্লো নাই আরকি।

ভালো দিকঃ
১. একটু তেল মারতে পারলে life settle. আর পাইকগাছা হইলে তো কথাই নাই।
২. কাজ কম করেও থাকতে পারবেন। তবে career এর চুনা।
৩. Management এর পরিচিত হলে আপনাকে ঠেকায় কে! কাজও কম, চাকরি থেকে বের করারও কেঊ নাই।
৪. Academy টা ভালো। অনেকগুলা সমস্যা আছে(nepotism, pressure, not providing certificate, bad evaluation etc) কিন্তু ভালো trainer ও আছে(সবাই না)। সব কিছু কাজে লাগেনা professional environment এ। আর হুদাই জ্বালায়।
৫. অনেকগুলা বোনাস আছে। ২ ঈদ, বৈশাখী বোনাস, performance bonus, WPPF share.
৬. ছুটি আছে অনেক(১০ দিন casual, ১৪ দিন sick, ১২/১৩ দিন annual)। সাথে কাহিনী ফ্রী।
৭. বেতন নিয়মিত পাবেন। যে দিন বলবে সেদিনই পাবেন। এখন দেয় মাসের শেষ কর্মদিবসে।
৮. Certification এর reimbursement আছে। Medical benefit আছে। claim করলে পাওয়াও যায়। কিন্তু কাহিনী অনেক আর দিতেও সময় লাগায়।
৯. অধিকাংশ engineer রাই ভালো। সাধারন মানুষ। ভালো লাগবে কথা বলে। 
১০. চা, কফি পাবেন।  
১১. নামাযের জন্য সুব্যাবস্থা আছে। ওযু করার মত সুব্যাবস্থা আছে হেড অফিসে।
১২. হেড অফিসের ছাদের ভিওটা জোস। কর্মব্যস্ত দিনে ৫-১০ মিনিটের জন্য ঘুরে আসলে খুব ভালো লাগত আর কাজেও মন বসতো।
১৩. বেশ কিছু ভালো client আছে। কিন্তু নতুন কাজ কমে আসতেছিলো। lay off করছে অনেক। নিজেদের product নাই। develop করারও আগ্রহ কম। আজাইরা কয়ডা বানাইছে junior দের দিয়া।  

খারাপ দিকঃ (ভাই শেষ করা সম্ভব না)
১. Location. Head Office এর অবস্থান অনেক দূরে ১-১.৫ ঘন্টা প্রতিদিন জীবন থেকে বেশি দিয়া দিতে হবে। বাস আছে নতুনবাজার থেকে কিন্তু আমি থাকতে ৮.০৫ এর বাসে জায়গা পাওয়া যাইতো না। আবার আসার সময় ১ম বাসে সবাই ধাক্কাধাক্কি করে আসত। চিন্তা করেন মেয়েদেরকেউ এইভাবে দাড়ায়া আসতে হলে কেমন লাগে! Head office এর কাছাকাছি ভালো হোটেল রেস্টুরেন্টের অভাব।
২. HR Team টা ফাটাফাটি। Company টারে ডুবাইতে তারা একাই একশ। এমন অনেক কাহিনী আছে যে BJIT তে screening এ বাদ পইরা বাইরের বড় কোম্পানিতে চাকরি পাইছে। আজব আজব নিয়ম তৈরি করে। নাশতা বাসা থেকে খেয়ে আসবেন(অফিস দিবেনা, নাশতার জন্য বাইরে যেতেও পারবেন না)। সারা দিনে ১০ মিনিটের জন্য বাইরে যেতে পারবেন তাও biometric fingerprint দিয়ে। টিমের ম্যানেজার দুইদিন পর পর পরিবর্তন করে। খুবই unprofessional. আর ভাই যদি কেও join করেন, ভালো কইরা appointment letter টা পইড়েন। কত যে মাইর প্যাচে পরবেন তা কওয়া যায়না। Head of HR আরেক জিনিস। যেদিকে যায় আন্ধার হয়া যায়। ব্যবহার ভালোনা, short temper। প্রতি বছরেই এক্টার পর একটা বড় বড় পদ পায়, কিন্তু আকাইম্যা।
৩. ছুটি একটা আজব জিনিস এইখানে। Manager manager এ বেশ কম আছে। কিন্তু বেশিরভাগ Team এই শুনছিলাম ছুটি দিতে সমস্যা করে। তার উপর ঈদে বা বড় ছুটির সাথে বেশি ছুটি নেয়া যাবে না। তাইলে ওতো ছুটি দিয়া কি হইবো!(এটা সবার জন্য প্রযোজ্য)। আর যারা কোন client এর কাজ করে তাদের কোন casual, sick, annual নিতে আটকায়। তাতে profit কমে যাবে। এমনকি Leave policy তেও বইলা দিছিলো ঈদের ছুটির সাথে ছুটি মিলায়া নিতে company discourage করে। 
৪. Team থেকে কেউ চলে গেলে Manager দের জবাবদিহি করতে হয়(আরে ভাই Management এর দোষে গেলেও! বেশিরভাই ওই কারনেই যায়)। 
৫. Sales team সেতো ভাই আরেক আজিব। তাদের মাধ্যমে আজও কোন কাজ আসছে কিনা কে জানে! আর দোষ হয় engineer দের। কাজ কম থাকায় বের করে দেয় অহরহ।
৬. Asset Team ভাই কইয়েন না। কোন processor ভালো, কোন কোম্পানির RAM, HDD, SSD etc ভালো তা জানে না। Laptop গুলা অধিকাংশ ১৯শ শতাব্দির। যতদিন ছিলাম ভালো কোন device দেয় নাই। Headphone গুলা কানে দিলে ব্যাথা করে, SSD non brand এর, slow performance etc. 
৭. ওয়াশরুম নাকি আগে খারাপ ছিলো। আমি থাকাকালিন সময়ে হেড অফিসের গুলা ভালোই ছিলো কিন্তু এখননাকি তোতোটা ভালোনা। নিম্নমানের টয়লেট পেপার, সবসময় হেন্ডওয়াশ না থাকা(বড় কাজের পর না থাকলে কি করে জানি না), floor attendance দের নাকি সবসময় পাওয়া যায়না ইত্যাদি।
৮. Manager গুলা মনে হয় আধাশিক্ষিত। এমন এমন কথা বলে মনে হয় Computer সম্বন্ধে recently পড়াশুনা শুরু করছে(সবাই না)। সারা দিন meeting করে কিন্তু কাজের বেলায় আকামইয়া। সারাদিন খালি meeting না কইরা যদি কামের দিকে নজর দিত, তাইলে কোম্পানিডার ভালা হইতো।
৯. তেল! ভাই তেল যদি না মারতে পারেন তাইলে উন্নতি হবে না। Team lead, manager, management, HR যেইখানে যতবেশি তেল দিতে পারবেন, প্রতি্যোগিতায় আপনার অবস্থান তত ভালো হবে।(competitor অনেক)।
১০. Intern থেকে কিন্তু কাউকে permanent করে না(যাদের করে তারা অল্প বয়সে head of HR). এমনকি Highly qualified দেরকেউ না। এমনকি manager এর recommendation পাওয়া সত্যেও কাজ হয়না।
১১. অফিস পলিটিক্স ওইখানের আরেকটা খারাপ দিক। details এ গেলাম না। কিন্তু যে নিজের কাজ নিজে করবেন আর মাস শেষে মাইনে নিবেন তা হবেনা। জান জীবন কয়লা কইরা ফেলবে। 
১২. Slow internet ছিলো আরেক সমস্যা। Office এ Facebook, Youtube, LinkedIn accessible না। কিন্তু বিশেষ বিশেষ মানুষজন কাজের সময় Post দিতেছে দেদারছে।
১৩. বেতনঃ এদেশের বড় কোম্পানি গুলার একটা হওয়া সত্যেও কম বেতন দেয়ার অভিযোগ অনেক পুরান। আর গুনী engineer দের সময়মত বেতন না বাড়ানোর কারনে বেশিরভাগ ভালোরাই চলে গেছে। গুটি কয়েক যাও আছে তারাও সুযোগ পেলে ছেড়ে আসতেছে। বেতন বাড়ানোর জন্য যেন চাপাচাপি না করেন তাই motivational session free উপভোগ করতে পারবেন। 
১৪. AGM, Annual Picnic: AGM এর মত গুরুত্বপুর্ণ event এ সস্তা তেহারী খাওয়াইছিলো(মনে হয় না পরিবর্তন হইছে)। পিকনিক এ ২য় ব্যাচেই খাবারের short পড়ে। পিকনিকে নিয়া যায় আজাইরা জায়গায়। সারাটাদিন মাটি।  
১৫. UPS: ভাই রে ভাই বাইচা গেছি এই scam এ না পড়ে। হাছিনা আমলের এইটা চালু করতে চাইছিলো। Management এইটা নিয়া employee দের সাথে খুবই বাজে ব্যবহার করছিলো। Intern থেকে Head of HR হওয়া একজনের সাথে কোম্পানির বড় বড় engineer দের বাজে অবস্থাও তৈরি হইছিলো। পরে নাকি উনাদের বের হয়ে যেতে বাধ্য করা হইছে। এমন একটা কাহিনি শুনছিলাম যে, আগস্টের ১ তারিখের আগে যারা UPS এ না যাওরার জন্য মেইল করছে তাদের চালু করবেনা। কিন্তু এইটা কাউরেই তারা জানায় নাই। Deadline শেষ হওয়ার পর নাকি জানাইছে এখন আর apply করা যাবেনা। আবার সময়ও বাড়াবেনা। 
১৬. খাবারের মান ভালো না। Lunch half subsidized. কিন্তু দাম অনেক।
১৭.   Management: এইডা একটা পারিবারিক ব্যাবসা। এইখানে পারিবারিক লোকজন উপরের পদে বইসা আছে। তারা unreachable. Technology সম্বধে জানে কম। কোন employee কাহিনী করলে সবার উপরে pressure ফালায়। যে দোষ করছে তারে কও সবাইতো আর খারাপ না আর কাজ ফাকি দেয় না। দেয় যারা তাদের বেশিরভাগই তাদের নিজেদের লোক। কেমনে টেকা বেশি আসবো আর খরচ কম করা যাইবো তাতেই নজর বেশি। আগে PF, advance salary র মত ভালো সুবিধা ছিলো। এখন নাই। কয়েকজনের তো ভালো রকমের scandal(মেয়ে জনিত) আছে। চিনি বাবা available। কোন একটা কাজে যোগাযোগ করলে খালি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে কয়। নির্দিষ্ট কোন দিকনির্দেশনা দেয়না। আর ভাই বের হইয়া আসার সময় যদি কোন official device জমাদেয়ার থাকে তাইলে শেষ দিনটাও মাটি।   

Suggestion দিয়া লাভ নাই। যারা দেখলে ভালো হইবো আর পরিবর্তন করতে পারবো তারা flexible না। আগের সরকারের আমলের মত গোয়ার। কেউ join করতে চাইলে আগে চিন্তা কইরেন আপনার mental peace এর দরকার আছে নাকি। যদি থাকে তাইলে এই জায়গায় যাইয়েন না।

Comments