ব্র্যাক আইটির করণীয়
by HR
8RAC IT
Negative
আমি অনেক রিভিও পড়লাম। কোম্পানির প্রতি আমার একটা আবেদন, আপনারা দয়াকরে মন দিয়ে একটু পড়বেন সব রিভিউ গুলো।
১. আমাদের আসলেই প্রোপার ইন্টারভিউর লেকিংস আছে, ব্র্যাক আইটি একটা স্পেসিফিক কোম্পানির লোকদের উপর বায়াস হয়ে গেছে, ওই কোম্পানির লোকদের থেকে প্রোপার ইন্টারভিউ নেওয়া হয়না। কিছুদিন পর আরো কিছু লোক জয়েন করবে তারাও ওই কোম্পানির লোক , আমি সন্দেহ পোষণ করছি ওদের থেকে কি আদো ভালোভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে কি? এটা কি ট্যালেন্ট কে অবমাননা করা না? এসব জিনিস বন্ধ করতে হবে
২. কোম্পানি তে কিছু উপরের লেভেলের মানুষদের ব্যাবহার খারাপ, আমার মতে এটা employee দের মনোবল নষ্ট করে দেয়, দয়াকরে এসব এর দিকে একটু খেয়াল দিবেন।
৩. ব্র্যাক আইটিতে একটি স্পেসিফিক কোম্পানি লোকারা অনেক গ্রুপিং করে, আমার মতে এতে বাকি employee রা একটি demotivated feel করে! এটাও কোম্পানির খেয়াল রাখা দরকার
আমি কোম্পানির খারাপের জন্য কিছুই বলিনি। আমাদের কোম্পানি বেশ ভালো করছে শুধু এসব ঠিক করতে পারলে ব্র্যাক আইটি আইটি ফিল্ডের লিড করবে বলে আমি মনে করি। ধন্যবাদ