Work life (imbalance?) 😆

8RAC IT

Mixed

সকালে উঠিয়া আমি মনে মনে বলি

সারা দিন আমি যেন ভাল হয়ে চলি

Office এ ঢুকেই মাথা হয়ে গেলো খালি

তাই stand up করে কিযে হাবিজাবি বলি

 

B R D ছাড়াই, শুরুতেই timeline

নিজেরই গলায় দড়ি, বসিয়েছি deadline

Jira তে লিখবো MOM, কিন্তু সে offline

বাড়ছে CR, কমছে আমার hairline

 

আমি বুঝিনা বুঝিনা, আমি বোঝাতে পারিনা

কত Grooming এ যেয়েও, কোনো কিছু তো জানিনা

কত UAT করেও, User কে চিনিনা

খাই Escalation, আমি বাড়ি তো ফিরিনা

 

Comments