App Develeper

Arobil LTD/Dhaka Soft

Negative

দুইটা HR cum Senior developer অফিসটারে নিজেদের বাপ দাদার সম্পত্তি মনে করে। ১০-৬টা অফিস টাইম বলে জয়েনিংয়ের সময়, কোনো জীবনে ৭.৩০-৮টার আগে বের হওয়া যায় না, বের হওয়ার ঠিক ১০-১৫মিনিট আগে এমন সব কাজ দিয়ে দেয় যে বের হওয়া যায় না। স্যালারি জীবনেও মাসের ১০তারিখের মধ্যে হতে দেখি নি যতদিন আমি ছিলাম। আর যদি জব ছেড়ে দেয় কেউ তাইলে এমন ব্যবহার শুরু করে যেন তারা টাকা দিয়ে দাস কিনছে সেই দাস চলে যাচ্ছে! I wish আমি এই দুইটারে পুলিশের কাছে দিতে পারতাম এদের কৃতকর্মের জন্যে। এরা দেখতে আপাদমস্তক প্রাক্টিসিং মুসলিম হইলেও কাজের সময়ে আপনার ইমান নামাজ এক পাশে রেখে কাজ করতে হবে।

0 0