এমডি মাসুদ নিজেকে ইলন মাস্ক মনে করে আর গালিগালাজ করে
Mango Teleservices Ltd.
Negative
এমডি মীর মাসুদ নিজেকে ইলন মাস্ক মনে করে। প্রতিদিন এম্পলয়িদের গালি না দিলে উনার ভাত হজম হয় না। এম্পলয়িরা চাকরি ছাড়ার আগে এইচ আর, সিইও নিজেই রিজাইন দিয়ে চলে গেসে সম্মান বাচাইতে। কিছু এক্স মিলিটারি বুড়া ভাড় এনে ডাইরেক্টর বানায় রেখে দিসে।
আসল কাস্টমার এর চেয়ে কম কাস্টমার দেখায় সরকার এর রেভেনিউ শেয়ার ফাকি দেয়ার জন্য।
জঘন্য কাজের পরিবেশ। এরা ইনথি হোস্ট করে কিন্তু কারেন্ট চলে গেলে ডাটা সেন্টার বন্ধ হয়ে যায়। বিভিন্ন মন্ত্রী এমপি বিটিআরসির লোকজন কে নিয়মিত টাকা পাঠিয়ে হাতে রাখে এরা।
আমি চাই না আমার শ্ত্রুও কখনো এখানে জব করুক
0
0