জঘন্য ম্যানেজমেন্ট, ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিবে

Daffodil family

Negative

এখানের ম্যানেজমেন্ট সব চেয়ে ফালতু,তারা খালি চেয়ারম্যানকে তেল দেওয়ার জন্য রেডি থাকে। এখানে অযোগ্য লোকেরা বড় পদে থাকে,আর যারা কাজ করে তাদের কিভাবে আটকাতে হয়,সেই চিন্তায় থাকে,কারন অন্য একজন কাজ করলে তো তার অসুবিধা, চেয়ারম্যান তাকে ভালো বলবে। ড্যাফোডিল করপোরেট কোন ভাইব নাই। এখানে এরা জানেই না করপোরেট মানে কি। এখানের এইচ আর জানেই না এইচ আর এর কাজ কি। আজব এক প্রতিষ্ঠান। এখানে ডুকলে আপনার ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিবে। এখানের ম্যানেজমেন্ট সব জানে, তারা একাই এক একটা প্রতিষ্ঠান 

2 1