Toxic Environment
GS Plugins
Negative
- চাকরিতে নেওয়ার সময় বলে নিয়েছিল অন্তত ১ বছর চাকরি করতেই হবে, ৫ মাস পরে ব্যাবসা ভালো যাচ্ছে না তাই আর রাখবেনা কাজে। পরে আরেকজন সহকর্মীর অনুরোধে ১ মাস নোটিস পিরিয়ড দিয়েছিল ।
- অফিস ছোট এক রুমের, অফিস টাইমে মাঝে মাঝে গল্প করলেও বস বিরক্ত হয়।
- অফিসে টাইমার দিয়ে কাজে বসতে হয়, খাওয়ার বা বাথরুম ব্রেক নিলে টাইমার পজ করতে হয়।
- বসের ব্যাবসার ধারনা কম, কর্মীদের উপর রাগ ঝারে ব্যাবসা কেন ভালো হচ্ছে না এই বলে।
- প্রয়োজনের চেয়ে কর্মী কম, তাই প্রডাক্ট রেডি হতে সময় অনেক বেশি লাগে। এই রাগ আবার কর্মীদের উপরে ঝারে।
0
0