সফটওয়্যার কোম্পানির নামে গোডাউন

WWW Engineers Ltd.

Negative

এই কোম্পানির পরিবেশ খুবই পক্ষপাতমূলক। কিছু নির্দিষ্ট মানুষকে আগেভাগেই বেছে নেওয়া হয়, তাদের সবার চেয়ে আলাদা গুরুত্ব দেওয়া হয়। বসদের পাশে বসার ব্যবস্থা, কাজের সব নির্দেশনা সুযোগ শুধু তাদের জন্যই। বাকি যারা আছেন, তারা যতই মনোযোগ দিয়ে কাজ করুন না কেন, তাদেরকে কেউ তেমন গুরুত্ব দেয় না।

দিনে প্রায় ঘণ্টা একটানা অফিসে বসে থাকতে হয়। মাঝেমধ্যে একটু বাইরে গিয়ে দম নেওয়ার সুযোগও নেই। পুরো সময়টা এমনভাবে কাটে, যেন একটা বন্ধ ঘরের মধ্যে মেশিনের মতো কাজ করে যেতে হচ্ছে। সফটওয়্যার কোম্পানি হলেও, বাস্তবে কাজের পরিবেশে কোনো আধুনিকতা বা উদ্ভাবনীতা দেখা যায় না।

যারা শেখার জন্য এসেছে, তাদের জন্য সুযোগ খুবই কম — যদি না তারা সেই "হ্যান্ডপিকড" দলের মধ্যে পড়ে। আর বেতন? সেটা এতটাই কম যে পরিশ্রমের সাথে মোটেও মানানসই নয়। সব মিলিয়ে, অভিজ্ঞতাটা হতাশাজনক — এখানে নিজের যোগ্যতা দিয়ে কিছু করে দেখানোর সুযোগ নেই বললেই চলে।

1 0